• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ১২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২, ১২:৪৪ পিএম

শ্রীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

শ্রীনগরে  মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২৭) নামে
এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

শনিবার(১৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক তামিম (২৭) উপজেলার আটপাড়া ইউনিয়নের বোলতলি গ্রামের আবুল শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবার সূত্র জানায়, তামিম সন্ধ্যার পর বাসা থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ঘুরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পরে যায়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাঁসারা হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

শ্রীনগর উপজেলার হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মোটরসাইকেল চালক তামিম একটি গাড়িকে ওভারট্যাক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১১ টার দিকে নিহতের মরদেহ হাঁসারা হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের মরদেহ তার পরবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

জাগরণ/আরকে