• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২২, ০২:২৬ পিএম

টেকনাফে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার

টেকনাফে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা টেকনাফের সাবরাং কাটাবনিয়া এলাকা থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। তবে এ অভিযানে কোন মাদক কারবারি আটক হয়নি। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টায় এক অভিযানে এ মাদক জব্দ করেন তারা।  

সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম আবদুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক দেড়টায় বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লে.কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ উপজেলাধীন সাবরাংকাটাবুনিয়া মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন একটি সাদা রঙের বস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জাগরণ/আরকে