
জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসুয়া, দা ও ছ্যান তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের বলছেন তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে রবিবার (২০ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হল- জয়পুরহাট শহরের নতুনহাট সরদারপাড়া এলাকার শহিদুল ইমলামের ছেলে মফিজুল ইসলাম জনি(৩৫), একই এলাকার শাজাহানের ছেলে মো: শাহীন ওরফে মিলন (৩২) ও পাঁচবিবি উপজেলার বাগুয়ান পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে কাওছার আহম্মেদ (২৫)।
মামলা সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা বিলের ঘাটের ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর কয়েকজন লোক দেশীয় নিয়ে রাস্তায় ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ওই স্থানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাসী করে দেশীয় অস্ত্র একটি হাসুয়া, একটি দা ও একটি ছ্যান পাওয়া যায়। এ ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, তারা জনসাধারণের পথ রোধ করে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে তিনটি দেশী অস্ত্র উদ্ধার করা হয় এবং মামলা দায়ের করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাগরণ/আরকে