• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ১২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২, ১২:৪৮ পিএম

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে লাবিব মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কুটচিন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার রোস্তম আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির উঠানে খেলতে খেলতে সকলের অগোচরে সামনের ডোবার পানিতে পড়ে শিশু লাবিব। দীর্ঘক্ষন পরে ওই পথে এক পথচারী শিশুর মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখে। তার ডাকচিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করে।  

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

জাগরণ/আরকে