• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৪:৪৩ পিএম

লোহাগড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন

লোহাগড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদী থেকে কোলা-পাচুড়িয়া এলাকায় ঠিকাদারের সহযোগিতায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন এবং পাশাপাশি সরকারি রাস্তায় অবৈধভাবে গতিরোধক দিয়ে ঠিকাদারের ম্যানেজার, নয়ন এবং ইলুসহ একদল সিন্ডিকেটের মাধ্যমে বালু বিক্রি হচ্ছে । 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাচুড়িয়া বাজারের পশ্চিমপাশে অবৈধ ভাবে দুটি ড্রেজার দিয়ে নবগঙ্গা নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন পুকুর ও গর্ত ভর্তি করা হচ্ছে।

সেখান গিয়ে পুকুর মালিক আলম চৌধুরীর স্ত্রীর সাথে কথা হলে তিনি বলেন, আমারা নয়ন ও ড্রেজার মালিক বাল্লাক খানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে পুকুর ভরাট করবো। 

নয়ন মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। নদী খননে অবৈধ ভাবে বালু উত্তোলন করার বিষয়ে ঠিকাদার মো: টিপু সুলতানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।

এ বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের  প্রধান প্রকৌশলী উজ্জল কুমার সেন বলেন, আমি বাইরে মিটিংয়ে আছি আপনি এসডি সাহেবের সাথে কথা বলেন।

নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ও রাস্তায় গতিরোধক দেয়ার বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমি দেখছি।

জাগরণ/আরকে