• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৪:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২২, ০৪:২৩ পিএম

নাঙ্গলকোটে গাছের পাতা নিয়ে মারামারিতে নিহত ১

নাঙ্গলকোটে গাছের পাতা নিয়ে মারামারিতে নিহত ১

নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে কচুক্ষেতে গাছের ঝড়া পাতা কুড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জোবেদা খাতুন (৬০) নামে এক মহিলা খুন হওয়ার অভিযোগ উঠেছে।  

সোমবার দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে জোবেদা খাতুনের ছেলে দুইজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ঢালুয়া ইউপির বদরপুর পশ্চিম পাড়ার গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী জোবেদা খাতুন বাড়ির পিছনে তার নিজ জমির কচুক্ষেতে গাছের ঝড়া পাতা কুড়াতে যান। এসময় আম গাছের মালিক পার্শ্ববর্তী বাড়ির মৃত মনু মিয়ার স্ত্রী জামনা খাতুন (৫৫) বাধা দেয়। এতে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এক পর্যায়ে জোবেদাকে জামনা এবং তার মেয়ে জেসমিন কিল, ঘুসি, লাথি মারে এবং ঝাড়ু দিয়ে মাথায়, বুকে ও পিঠে আঘাত করে। এসময় জোবেদা খাতুন ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে তাকে গুরুতর আহত অবস্থায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার হাসপাতালে নেয়ার জন্য স্থানান্তর করেন। পরে ঢাকায় নেয়ার পথে এদিন রাত সাড়ে ৯টায় জোবেদা খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক বলেন, গাছের ঝড়া পাতা কুড়ানোকে কেন্দ্র করে জামনা খাতুন ও তার মেয়ে জেসমিন আক্তার তার মাকে ঝাঁড়ু দিয়ে পিটিয়ে এবং কিল-ঘুষি মেরে হত্যা করেন। তিনি এ হত্যাকান্ডের বিচার দাবি  করেন। 

স্থানীয় ইউপি সদস্য অহিদুর রহমান বলেন, গাছের ঝড়া পাতা কুড়ানোকে কেন্দ্র করে জামনা খাতুন ঝাড়ু দিয়ে জোবেদা খাতুনকে মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে জোবেদা খাতুনের ছেলে ফারুক বাদী হয়ে জামনা খাতুন এবং তার মেয়ে জেসমিনকে আসামি করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জোবেদা খাতুনের ছেলে ফারুক বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

জাগরণ/আরকে