
পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুল কুদ্দুস (৫৭) নামের এক মাদক কারবারিকে আটক করছে র্যাব-৫।
মঙ্গলবার (১ মার্চ) রাতে উপজেলার পূর্ব কড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে পূর্ব কড়িয়া গ্রামের মৃত আতিয়ার মন্ডলের ছেলে।
র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল জেলার বিভিন্ন এলাকার কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।
জাগরণ/আরকে