
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে যোগদানকৃত ৩৬ শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, সোনামুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মোবারক হোসেন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মুমিনসহ বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষকবৃন্দ।
জাগরণ/আরকে