• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ১২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২২, ১২:৩০ পিএম

মুন্সীগঞ্জে তালা ভেঙে স্বর্ণালংকার চুরি

মুন্সীগঞ্জে তালা ভেঙে স্বর্ণালংকার চুরি

মুন্সীগঞ্জ সদর থানার অদুরে শহরের খালইষ্ট এলাকায় দিনে-দুপুরে বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ ও দামী সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকায় একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া ওয়ালটন কোম্পানির ব্যবসায়ী আশ্রাফুল আলম লিটন বাসায় এ ঘটনা ঘটে।

আশ্রাফুল আলম লিটন জানান, আমি ঢাকায় ছিলাম। সকালে ছেলেকে স্কুলে পৌছে দিতে বাসায় তালা দিয়ে বের হয় আমার স্ত্রী। ফিরে এসে দেখে বাসার তালা ভাঙা। ঘরে থাকা দুইটি আলমারী এবং একটি ওয়ারড্রপ থেকে ৩ ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা মূল্যের ৩টি ঘড়ি এবং নগদ টাকা, দুটি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে হয়ে গেছে। দিনে দুপুরে এমন চুরির ঘটনায় আমরা আতংকিত। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, শহরের খালইস্ট এলাকায় চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত ও জড়িতদের আটকের চেষ্টা চলছে।

জাগরণ/আরকে