• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ১১:১১ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২২, ১১:১১ এএম

লোহাগড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

লোহাগড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। 

সোমবার (৭ মার্চ) সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, লোহাগড়া পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন, মো: জাকির হোসেন, আহসান হাবিব গিয়াস প্রমূখ। 

জাগরণ/আরকে