
ঢাকার দোহার, নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, মহিলাবিষয়ক কার্যালয় ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা হয়েছে।
বিশ্বব্যাপি নারী অধিকার রক্ষা ও সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে আন্তজার্তিক নারী দিবস উদযাপন করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র ও সমাজের সকল স্থানে এখন নারী অধিকার বাস্তবায়ন হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়াম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ওসি সিরাজুল ইসলাম ও মোস্তফা কামাল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মহিলাবিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল, এম.এ বারি বাবুল মোল্লা, রহিমা আক্তার, সমাজসেবী মাধুরী বনিক প্রমুখ।
ইউএম