• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১১:০৪ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১২, ২০২২, ১১:০৪ এএম

রামপালে আটকে পড়া কুমির সুন্দরবনে অবমুক্ত 

রামপালে আটকে পড়া কুমির সুন্দরবনে অবমুক্ত 

সুন্দরবন সংলগ্ন রামপালে আটকে পড়া একটি কুমির উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।  

শুক্রবার (১১ মার্চ) বিকালে বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রানালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের ফোন পেয়ে উপজেলার ভাগা গ্রাম থেকে কুমিরটি উদ্ধার করে বন কর্মকর্তা আজাদ কবিরের নেতৃত্বে সুন্দরবন পূর্ব বনবিভাগের একটি দল। এরপর সন্ধ্যায় বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেনের নির্দেশে সুন্দরবনের করমজল এলাকায় কুমিরটি অবমুক্ত করা হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি সঙ্গে সঙ্গে বনরক্ষীদের নিয়ে রামপাল উপজেলার ভাগা গ্রাম থেকে আটকে পড়া কুমিরটি উদ্ধার করি। পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সংলগ্ন একটি খালে অবমুক্ত করা হয়।

উদ্ধার করা কুমিরটি ৪ ফুট লম্বা, বয়স আনুমানিক ৭ বছর হবে বলে জানান তিনি।

জাগরণ/আরকে