• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১১:৫২ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৪, ২০২২, ১১:৫২ এএম

মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক পোলের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী সাইফ আহম্মেদ (১৬) নিহত হয়েছে।   
রবিবার (১৩ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইফ আহম্মেদ হাজরাহাটী বিশ্বাসপাড়ার মৃত শরীফ আহম্মেদের ছেলে ও নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, রবিবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সাইফ। এ সময় এলাকার পীরপাড়া নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, দুর্ঘটনায় তার বুকে প্রচন্ড আঘাত লাগে। এতে তার হৃদপিন্ড ফেটে রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগরণ/আরকে