• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৪, ২০২২, ০৪:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও চাঁদাবাজ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি ও চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ মাদক কারবারি ও ৩ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় মাদক কারবারের কাজে ব্যবহৃত ১টি বাইক ও চাঁদাবাজির নগদ ৮ হাজর ৭১৫ টাকা জব্দ করা হয়। 

সোমবার (১৪ মার্চ) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার ফ্লাইট ল্যাফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে চিটাগাংরোডে ৩ কেজি গাঁজাসহ মো. আতিক হোসেন (২৫) ও সৈয়দ মাহমুদ হোসেন (৩১) কে গ্রেপ্তার করা হয়। একই এলাকার হাজী নেকবর আলী সুপার মার্কটের সামনে থেকে পেশাদার চাঁদাবাজ মো. রুহুল আমিন (৫২), মো. সাইফুল ইসলাম (৩১) ও মো. মিরাজ হাওলাদার (২৯) কে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ ফুটপাতের বিভিন্ন অস্থায়ী ব্যবসায়ীদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ১৫০ থেকে ২০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ।

উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

জাগরণ/আরকে