• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১১:৪৬ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৫, ২০২২, ১১:৪৬ এএম

গফরগাঁওয়ে জমি ফিরে পেলেন বীর মুক্তিযোদ্ধা

গফরগাঁওয়ে জমি ফিরে পেলেন বীর মুক্তিযোদ্ধা

ময়মনসিংহের গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ক্বারীর জমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে মালিকানার বুজিয়ে দিলেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়। 

সোমবার (১৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের এডিএম কোর্টের রায়ে বীর মুক্তিযোদ্ধার জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে মালিকানা বুজিয়ে দেয়া হয়।

উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিন লামকাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ক্বারীর ৯ শতক জমি অবৈধ দখল করে একই এলাকার একলাছ গং। তারা ওই জমিতে একটি টিনসেট ঘর নির্মান করে। পরে মুক্তিযোদ্ধা তার জমির মালিকানা ফিরে পেতে ২০০৪ সালে আইনী লড়াই শুরু করেন। 

অবশেষে দীর্ঘ ১৮ বছর পর বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ক্বারীর পক্ষে রায় আসে। আদালতের রায় বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা তার পৈত্রিক সম্পত্তি ফিরে পেলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় বলেন, আদালতের নির্দেশে বীর মুক্তিযোদ্ধার জমির মালিকানা বুজিয়ে দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযানের পর জমির মালিকানা বুজিয়ে দেয়া হয়। 

জাগরণ/আরকে