• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১২:২২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৫, ২০২২, ১২:২২ পিএম

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। একই মোটরসাইকেলে থাকা আপর আরোহী মেহেদী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। সে পিয়ার আলী ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়ই বাড়ি রোডের মাথায় পৌছালে পিছন থেকে অজ্ঞাত একটি পিকাপভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এদিকে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক পিকাপভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে কালিয়াকৈর থানার ইনচার্জ তদন্ত আবদুল বাশার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগরণ/আরকে