• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৪:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৫, ২০২২, ০৪:১৭ পিএম

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার দিবস পালিত

মোরেলগঞ্জে ভোক্তা অধিকার দিবস পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধি
ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

পরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু।

এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ প্রমুখ বক্তব্য দেন।

জাগরণ/আরকে