• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৯:৪৬ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৭, ২০২২, ০৯:৪৬ এএম

আলতাবনগর রেল স্টেশনে অজ্ঞাত মরদেহ

আলতাবনগর রেল স্টেশনে অজ্ঞাত মরদেহ

বগুড়ায় অজ্ঞাতমানা (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৬ মার্চ) সকালে জেলার দুপচাঁচিয়া উপজেলার আলতাবনগর রেল স্টেশনের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে আলতাবনগর রেল স্টেশনের পশ্চিম পাশে এক ব্যক্তির মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

জাগরণ/আরকে