• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০১:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৯, ২০২২, ০১:৫৯ পিএম

টিসিবির পণ্য পাবে অর্ধ লক্ষাধিক পরিবার

টিসিবির পণ্য পাবে অর্ধ লক্ষাধিক পরিবার

জয়পুরহাটে নিম্ন আয়ের ৫৯ হাজার ৪৬৮ পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে। তারা নির্ধারিত ডিলারের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড' দিয়ে দুই দফায় পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।

শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। 

মো. শরীফুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে জেলায় নগদ অর্থ সহায়তা প্রাপ্ত ৩৩ হাজার ৩৭৪ জন এবং নতুন অতিরিক্ত ৬ হাজার ৬৫ জন উপকারভোগীসহ মোট ৫৯ হাজার ৪৬৮ নিম্ন আয়ের পরিবারের নিকট টিসিবির পণ্য পৌঁছে দেয়া হবে। ইতিমধ্যে ওই পরিবারগুলোকে ‘ফামিলি কার্ড' প্রদান করা হয়েছে। তারা কার্ডের মাধ্যমে পণ্য পাবেন।

একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। প্রথম পর্যায়ের পণ্য দেয়া হবে ২০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের পণ্য দেয়া হবে ৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। 

প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল পাবেন এবং দ্বিতীয় পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা এবং ২ লিটার সয়াবিন তেল পাবেন। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬৫ টাকা এবং প্রতি কেজি ছোলা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার পারভেজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এম এম আশিক রেজা, গুঞ্জন বিশ্বাস, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপিসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

জাগরণ/আরকে