• ঢাকা
  • রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৪:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২২, ১০:৫৫ এএম

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মধুপুর ধুমেরহাট এলাকায় একটি আলুক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২০ মার্চ) রাত ১০ টার সময় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, ওই নারীকে বেশ কয়েকদিন ধরে মধুপুর ধুমেরহাট এলাকায় ঘুরতে দেখা যায়। এদিন রাতে আলুর ক্ষেতে নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা।

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পিবিআই আলামত সংগ্রহ করছে। সোমবার (২১ মার্চ) ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জাগরণ/আরকে