• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০১:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০২২, ০১:০৫ পিএম

উন্নয়নশীল দেশে উন্নীত হবার সুপারিশ পাওয়ায় আনন্দ র‌্যালী

উন্নয়নশীল দেশে উন্নীত হবার সুপারিশ পাওয়ায় আনন্দ র‌্যালী

ডিমলা প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবার চুড়ান্ত সুপারিশ পাওয়ায় নীলফামারীর ডিমলায় বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, এ্যাসিল্যান্ড ইবনুল আবেদিন, নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ, উপজেলা ভাইস চেযারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুর নাহার নুরি, উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম প্রমুখ।

জাগরণ/আরকে