• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১০:১৬ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২২, ১০:১৬ এএম

দখল হওয়া বনবিভাগের জায়গা উদ্ধার

দখল হওয়া বনবিভাগের জায়গা উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটের জাফলং বনবিভাগের অবৈধভাবে দখল হওয়া ভূমি উদ্ধার ও ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিনের নেতৃত্বে উপজেলার শান্তিনগর ও কানাই জুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে দখল হওয়া প্রায় ২ হেক্টর ভূমি উদ্ধার ও ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়। এ সময় জাফলং বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডলসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা শেষে সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন বলেন, বন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তার দিকনির্দেশনায় অবৈধ দখলদারদের হাতে বনবিভাগের দখল হওয়া জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যারা এসব কাজে জরিত তাদের বিরুদ্ধে বনায়ন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া এসব জায়গায় অচিরেই উপযুক্ত প্রজাতির বাগান করা হবে।

জাগরণ/আরকে