• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ১১:২০ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০২২, ১১:২০ এএম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত 

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত 

শেরপুরে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির (২১) না‌মে এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরো ৪ জন। 

শনিবার (২৬ মার্চ ) দুপু‌রে শেরপুর শহরের তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত সেনা সদস্য হুমায়ুন কবির জেলার শ্রীবরদী উপ‌জেলার গড়জ‌রিপা গ্রামের শাহা আল‌মের ছে‌লে।

প্রত্যক্ষদর্শী ও পু‌লিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির শেরপুর শহর থে‌কে মোটরসাই‌কেল‌ যো‌গে বা‌ড়ির উ‌দ্দে‌শ্যে গড়জ‌রিপা যা‌চ্ছিল। এসময় ঝিনাইগাতী রো‌ড়ের তাতালপুর বাজারে বিপরীত দিক থে‌কে আসা যাত্রী বোঝাই সিএন‌জির সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই প্রাণ হারান হুমায়ুন কবির। আহত হয় সিএন‌জির ৪ যাত্রী। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন এবং   দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, সেনা সদস্য হুমায়ুন কবির নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জাগরণ/আরকে