• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৯:৩২ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২২, ০৩:৩৩ পিএম

শিয়াল আতঙ্কে ভুগছে বেলাই

শিয়াল আতঙ্কে ভুগছে বেলাই

চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে শিয়াল আতঙ্কে ভুগছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল থেকে রাত ১০টায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- আনিছুর রহমান, শহিদুল ইসলাম, জয়েন শেখ, আ. মমিন, ফিরোজা খাতুন, রাসেল আহমদ, আজির উদ্দিনসহ আরো তিনজন। শিয়ালটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। কুকুর কামড়ালে এ রোগ হয়।

চাটমোহর পশুসম্পদ কর্মকর্তা জানান, কুকুর বা শিয়াল কাউকে কামড়ালে ক্ষতস্থানে তাৎক্ষনিক কাপড় কাচা সাবান দিয়ে পরিস্কার করতে হবে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী র‌্যাপিড ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে এ উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরেরও উপদ্রব বেড়েছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা আতঙ্কে আছে। ভয়ে রাস্তায় চলাফেরা করছেন পথচারীরাও। বেওয়ারিশ কুকুরের বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

জাগরণ/আরকে