
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাত দিনব্যাপী শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের সচেতন করতে উপজেলার বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র্যালি এবং পরে বলেশ্বর নদীতে নৌ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। স্বাগত বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়। এতে বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, রামপাল উপজেলা মৎস্য কর্মকর্তা অর্জন বিশ্বাস, কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসসহ ৯ উপজেলার মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাগরণ/আরকে