
পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া অদম্য তামান্না আক্তার নূরার সাথে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় যশোরের বাঁকড়ার আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় তামান্না আক্তার নূরার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তাকে বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বাণী ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।
এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ তামান্নার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং স্বেচ্ছাসেবক লীগ সবসময় তার পাশে থাকবে বলে জানান।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তামান্নাকে বলেন, তামান্না মোটিভেশনাল বক্তা হয়ে হতাশাগ্রস্ত মানুষকে নতুনভাবে তাদের জীবন নিয়ে চিন্তা করার অনুপ্রেরণা যোগাবে। স্বেচ্ছাসেবক লীগ সবসময় তার পাশে আছে এবং থাকবে।
তামান্না আক্তার নূরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। পা দিয়ে লিখে এ নিয়ে টানা চতুর্থবার জিপিএ-৫ পেয়ে চমকে দিয়েছেন তামান্না।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য তাওহীদুর রহমান, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির প্রমুখ।
এসকেএইচ//