
গত ২৯ মার্চে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় নিহত গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নাইম-এর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২ এপ্রিল, ২০২২) গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এ,এফ,মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা রহমান, মিলন মাহফুজুল আলম প্রমুখ।
সভায় বক্তারা ঘাতক ট্রাক্ট্রর ড্রাইভারের শাস্তি দাবি করেন এবং একইসঙ্গে নিহত নাইমের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান সহ আগামীতে এ ধরনের ঘটনার পুনারাবৃত্তি রোধে স্কুল শুরু ও ছুটির সময়ে স্কুল সংলগ্ন সড়কে ট্রাক, ট্রাক্টরের মতো ভারি গাড়ি চলাচল বন্ধ রাখার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।
এসকেএইচ//