• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৭:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২২, ০৭:৩৪ পিএম

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক ‘হত্যা’

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক ‘হত্যা’

গাজীপুরের শ্রীপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে অপু দেওয়ান নামে ১৪ বছর বয়সী এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের সহকর্মী রাজুকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার মাধখলা আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত অপু মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। তিনি পৌরসভার মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানায় চাকরি করতেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, কারখানার ধুলো ও শরীরে লাগা তুলা পরিষ্কারের জন্য এক ধরনের পাইপের নলযুক্ত মেশিন রয়েছে। রাতের কাজ শেষে শনিবার সকালে ওই মেশিন দিয়ে শরীরে লাগা তুলা পরিষ্কার করছিলেন অপু ও রাজু।

এ সময় দুষ্টুমির ছলে রাজুর পায়ুপথে বাতাস প্রবাহের চেষ্টা করেন অপু। পরে মেশিনটি ছিনিয়ে নিয়ে অপুকে ধরে জোর করে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন রাজু। এতে অপু অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরো জানান, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।

ইউএম