• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২২, ১০:২৬ পিএম

ভালুকায় ট্রাক চাপায় সিএনজি চালকসহ নিহত ৩

ভালুকায় ট্রাক চাপায় সিএনজি চালকসহ নিহত ৩

ভালুকা উপজেলার একটি গ্রামীণ সড়কে বৃহস্পতিবার (৭ এপ্রিল) একটি ড্রাম ট্রাকের চাপায় সিএনজির চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় এক শিশু, তিন নারী ও এক যুবক গুরুতর আহত হন। আহতদেরকে ভালুকা ও ময়মনসিংহ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টায় উপজেলার পুরুড়া-ভালুকার গ্রামীণ সড়কের উত্তর রাংচাপড়া গ্রামের শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে পুরুড়াগামী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভালুকা সদরগামী একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিয়ে পাশে মৎস্য খামারে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। 

এ সময় সিএনজির চালক উপজেলার রান্দিয়া গ্রামের শীতলের টেকের আবদুল মজিদ ওরফে বাটির ছেলে হোসেন মিয়া (৪৮) ও পুরুড়া গ্রামের মনোহারী দোকানদার আবদুল মতিন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। 

দুর্ঘটনায় মতিনের শিশু ছেলে সোলায়মান, তিন নারী ও শাকিল (৩০) গুরুতর আহত হন। 

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন সেখানে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ৪ জনকে ময়মনসিংহ সরকারি হাসপাতালে প্রেরণ করলে শাকিলকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জাগরণ/আরকে