• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ১২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২২, ১২:২৮ পিএম

ইন্দুরকানীতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ২

ইন্দুরকানীতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ২

ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে বুধবার (৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতরা হলেন- ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার আবুল হাচান দুয়ারী (২৩) ও তার শ্যালক মো. শাকিল। আহত হয়েছেন মো. মিজান (২৬)। তিনি বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে দুজনের মরদেহ তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বজনরা জানায়, আহত মিজানের অবস্থাও আশংকাজনক।

পাড়েরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান শাওন তালুকদার বলেন, শনিবার উপজেলার পাড়েরহাটে বালুর ড্রেজার মেশিন চালু করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় তাদের তিন জনের শরীর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মিজান বাদে বাকি দুজন মারা যান।

জাগরণ/আরকে