• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০৩:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২২, ০৩:৫৩ পিএম

ময়মনসিংহে নামাজরত অবস্থায় শতবর্ষী মুসল্লীর মৃত্যু

ময়মনসিংহে নামাজরত অবস্থায় শতবর্ষী মুসল্লীর মৃত্যু

ময়মনসিংহে ভালুকায় নামাজরত অবস্থায় শতবর্ষী এক মুসল্লীর মৃত্যু হয়েছে। তার নাম কাইমুদ্দিন (১০০)।

শুক্রবার (৮ এপ্রিল) ফজরের সময় উপজেলার ডাকাতিয়া নামাপাড়া গ্রামের নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডাকাতিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের ইউপি সদস্য আজিজুল হক। তিনি বলেন, কাইমুদ্দিন ওই এলাকার মৃত সাবেদ আলীর ছেলে। তিনি খুব দরিদ্র মানুষ ছিলেন। তিন ছেলে ও চার মেয়ের বাবা। তবে, এক ছেলে মারা গেছেন। অন্য দুই ছেলে তার তেমন দেখাশোনা করতেন না। তার বড় মেয়ের জামাই নিয়মিত দেখশোনা করতেন।

এ বিষয়ে ডাকাতিয়া ইউনিয়নের কাজী আজহার আলী বলেন, মৃত কাইমুদ্দিন আমার মামাতো ভাই হয়। প্রতিদিনের মতো শুক্রবার সেহরি খেয়ে নামাজ পড়তে মসজিদে আসেন তিনি। আসার পর অজু করে নামাজ আদায়ে মসজিদে ঢুকে পেট ব্যথা করছে বলে জানায়। এছাড়া কাইমুদ্দিন শ্বাসকষ্টের রোগী ছিলেন। 

তিনি আরও বলেন, পরে তাকে জায়নামাজে বসিয়ে সবাই ফজরের ফরজ নামাজ আদায় শুরু করি। কাইমুদ্দিন বসেই ফরজ নামাজের নিয়ত করেন। নামাজ শেষে সবাই তাকে মৃত অবস্থায় পাই। প্রায় ১০০ বছর বয়সেও তিনি নিয়মিত রোজা রাখতেন এবং মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতেন।

জাগরণ/আরকে