
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নারিকেল গাছে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
সাথী দত্ত বেসরকারি সংস্থা আশা'র নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বাড়ির উঠানে বসে সাথী দত্ত কিস্তির টাকা সংগ্রহ করছিলেন। হটাৎ উঠানের পাশে থাকা একটি নারিকেল গাছ তার মাথার উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
সাথী দত্ত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার সংসারে ৭ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। তার বাবার বাড়ি ফরিদপুর শহরের শ্রী-অঙ্গন এলাকায়।
আশা'র নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা, তাই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাগরণ/আরকে