• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২২, ০১:২৬ পিএম

লালমনিরহাটে গাছে বেঁধে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

লালমনিরহাটে গাছে বেঁধে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

লালমনিরহাটে সুপারি চুরির অভিযোগ শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শ্রী দিলীপ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ এপ্রিল) বিকালে নির্যাতনের শিকার শিশু চয়ন চন্দ্রকে (১২) হাসপাতালে দেখতে যান লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা।

এসময় পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, এতো ছোট শিশুকে এভাবে নির্যাতন কোনভাবেই কাম্য নয়। আমরা পুলিশ প্রশাসন শিশু নির্যাতনের বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সময় তার সাথে ছিলেন- সদর উপজেলা পরিষদ  চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পুলিশ সুপার ( এ সার্কেল) মারুফা জামাল, সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

সদর থানার থানার ওসি শাহা আলম জানান, এসপি মহোদয় হাসপাতালে শিশুটিকে দেখে আসার পর পরই অভিযান চালিয়ে এজাহার ভুক্ত শ্রী দিলীপ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

উল্লেখ্য, শনিবার (৯ এপ্রিল) বিকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকায় সুপারি চুরির অভিযোগে চয়ন চন্দ্র (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন করে। নির্যাতনের ওই ভিডিও মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়। ভিডিও তে দেখা যায় ওই এলাকার প্রিয় নাথ রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায় শিশু চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতন করছেন। এর পর্যায়ে বাঁধন খুলে ঘরের ভেতরে নিয়ে গিয়ে রবিন ও তার বাবা প্রিয়নাথ পা দিয়ে পিসতে থাকে। পরে চয়ন চন্দ্র অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। চয়ন চন্দ্রকে গাছে বেঁধে নির্যাতনের ওই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুড়ে বেড়াচ্ছে ।

 জাগরণ/আরকে