• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ১২:৩৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২২, ১২:৩৭ এএম

কারাগারে হলো বাবু-সুখমনির বিয়ে

কারাগারে হলো বাবু-সুখমনির বিয়ে
সংগৃহীত ছবি

খুলনা কারাগারে হাজতি বন্দি রফিকুল ইসলাম বাবুর সঙ্গে আরেক বন্দি সুখমনির বিয়ে সম্পন্ন হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে খুলনা কারাগারের অভ্যন্তরে অফিস কক্ষে তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হয়। 

তাদের মধ্যে বর রফিকুল ইসলাম বাবু (৩৯) মহানগরীর রায়পাড়া ক্রস রোডের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে। আর কনে সুখমনি (১৫) নগরীর ৮৫, রায়পাড়া কসমস ক্লাবের পাশের বাসিন্দা মৃত গণি মোড়লের মেয়ে। 

খুলনা কারাগারের ডেপুটি জেলার ফখরউদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশে উভয়ের বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এসময় বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

কারাগার সূত্রে জানা যায়, সুপ্রীমকোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মিস কেস নং-৬৯৯৯/২০২২-এর নির্দেশনা মোতাবেক ভিকটিম সুখমনি এবং হাজতি বন্দি রফিকুল ইসলাম বাবু কারাগারে থাকা অবস্থায় বিয়ের কাজ সম্পন্নের নির্দেশনা দেন। তারই প্রেক্ষিতে রোববার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কারাগারের অফিস কক্ষে খুলনা জেলা বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। 

বিয়ের অনুষ্ঠানে জেল সুপার ওমর ফারুক, জেলার তারিকুল ইসলাম, ডেপুটি জেলার ফখরউদ্দিন, ডেপুটি জেলার নূর-ই-আলম সিদ্দিকী, সার্জেন্ট ইন্সট্রাক্টর সহ বিভিন্ন পদে নিয়োজিত কারা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাগরণ/স্বদেশ/এমএ