• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ০৩:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২২, ০৩:১৩ পিএম

লক্ষীখালীর বারুণী স্নাানোৎসবে ভক্তদের ঢল

লক্ষীখালীর বারুণী স্নাানোৎসবে ভক্তদের ঢল

লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত গোপাল চাঁদ বারুণী স্নানোৎসব ও মতুয়া মেলা। উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামে প্রয়াত গোপাল চাঁদ সাধু ঠাকুরের আশ্রমে জমে ওঠা শততম এ মেলায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ছিল পূণ্য স্নাানোৎসব। দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মতুয়া মতাদর্শের ভক্তরা স্নাানোৎসব ও মেলায় অংশ গ্রহণ করেন।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মহা সংঘের কার্যকরি সভাপতি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য সুব্রত সাধু ঠাকুর। সভাপতিত্ব করেন গোপাল চাঁদ আশ্রমের গদিনশীন সেবাইত মতুয়া মহাসংঘের সহাসচিব সাগর সাধু ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ডা. দুলাল কৃষ্ণ রায়, কাশিয়ানীর মহেশপুর ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান, সাজাইল ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, রাতইল ইউপি চেয়ারম্যান আঞ্জুমান মিয়া ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা মেলাস্থল পরিদর্শন করেন।

তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ স্নানোৎসব ও মতুয়া মেলা শনিবার (১৬ এপ্রিল) শেষ হবে।

জাগরণ/আরকে