• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০৪:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০২২, ০৪:১২ পিএম

মো‌রেলগ‌ঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস

মো‌রেলগ‌ঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস

বাগেরহাটের মোরেলগঞ্জে অননুমোদিত একটি ইটভাটা ধ্বংস করে দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত।

শুক্রবার (১৫ এ‌প্রিল) দুপু‌রে উপ‌জেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের এ ভাটাটি পানি মেরে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা করেন। ভাটার ইট ধ্বংসসহ এর ম্যানেজার মাসুদ শেখকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ব‌লেন, স্থানীয় প্রভাব খাটিয়ে লোকালয়ে এক ব্যাক্তি ইট পুড়িয়ে পরিবেশ নষ্ট করছিল এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাতেনাতে অভিযোগের সত্যতা পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে পানি মেরে ভাটার আগুন নেভানো হয় এবং সকল কাঁচা ইটও ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, ভাটাটিতে ৩২ হাজার ইট পোড়ানোর কাজ চলছিল। ভ্রাম‌্যমাণ আদাল‌তের অভিযানে ভাটা মালিকের প্রায় ৩ লাখ টাকার ইট ধ্বংস করা হয়েছে।

জাগরণ/আরকে