• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০১:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২২, ০১:৪৬ পিএম

পঞ্চগড়ে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

পঞ্চগড়ে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

পঞ্চগড়ে নেশাজাতীয় ২৫ পিস প্যাথেডিন ইনজেকশনসহ আজিজুল ইসলাম শুভ (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার করতোয়া হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আসামি শুভ পঞ্চগড় সদর উপজেলার মসজিদ পাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাতে গোপন সংবাদ আসে মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শওকত আকবরের নেতৃত্বে বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে পঞ্চগড় পৌরসভার করতোয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি শুভকে আটক করে অপারেশনের সময় রোগীদের অচেতন করা নেশাজাতীয় ইনজেকশন ২৫ পিস প্যাথেডিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার অপর সহযোগীরা পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বেনজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় শুভ ওই ২৫ পিস প্যাথেডিন ক্রয় করে নিয়ে যাচ্ছিল। আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

জাগরণ/আরকে