• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০৪:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২২, ০৪:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও সরকারি বিভিন্ন দপ্তরের সেবা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় সোমবার (১৮ এপ্রিল) সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রকল্পের এ্যাডভোকেসী ম্যানেজার শাহ মো: আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়, উপজেলা শিক্ষা অফিসার মোছা: রুনা লায়লা, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমদাদ আলী, প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার সুজন খান, সদর উপজেলা ম্যানেজার ঝর্না বেগম প্রমুখ। 

বক্তারা আদিবাসী ও দলিত জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জাগরণ/আরকে