• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২২, ০২:১৪ পিএম

গফরগাঁওয়ে হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার

গফরগাঁওয়ে হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদের তৎপরতায় এক রাতে দশটি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ। 

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে গফরগাঁও থানায় স্মাটফোনগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেন তিনি।

গফরগাঁও থানা সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওসি ফারুক আহমেদের নির্দেশে রবিবার রাতভর অভিযান চালিয়ে এসআই ওসমান গণি, এএসআই মোজাম্মেল হক ও গফরগাঁও সার্কেল অফিসের কনস্টেবল আদনান আহমেদের নেতৃত্বে পৃথক দল অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর, ভাড়া, হাটুরিয়া উথুরী ও চরআলগী থেকে ১০ স্মার্টফোন উদ্ধার করে।

উদ্ধার হওয়া স্মার্টফোন হাতে পেয়ে পুলিশের প্রশংসা করে ফোন মালিকরা।

গফরগাঁও থানার ওসি মো.ফারুক আহম্মেদ বলেন, মোবাইল ফোন এখন মানুষের জীবনের অত্যাবশ্যকীয়, একইসঙ্গে একটি মূল্যবান এবং শখের বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই স্বাভাবিকভাবেই একটি ফোন চুরি বা হারিয়ে গেলে এর মালিক ক্ষতিগ্রস্থ হন। দায়িত্ববোধ থেকেই গুরুত্বের সঙ্গে উদ্ধার তৎপরতা চালাই।

জাগরণ/আরকে