• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৩:২৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২২, ০৩:২৯ পিএম

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুড়ল আট বসতঘর

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুড়ল আট বসতঘর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আটটি বসতঘর আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে রংমালা এলাকার মুন্সি আব্দুল আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুন্সি বাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথভাবে বসবাস করে আসছে। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও সাতটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আটটি বসতঘরই পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের দাবি আগুনে তাদের এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আটটি বসতঘর পুড়ে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জাগরণ/আরকে