• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ১১:৪২ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২২, ১১:৪২ এএম

রাণীনগরে অবসরকালীন ভাতা পেলেন শিক্ষক কর্মচারীরা

রাণীনগরে অবসরকালীন ভাতা পেলেন শিক্ষক কর্মচারীরা

নওগাঁর রাণীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরকালীন সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নিজস্ব তহবিল থেকে একজন মৃত প্রধান শিক্ষক, দশজন সহকারী শিক্ষক ও তিনজন কর্মচারীসহ মোট চৌদ্দজন শিক্ষক কর্মচারীদের মাঝে মোট পাঁচলক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত টাকার ভাতা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও সমিতির সকল নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, অবসর জীবন খুবই কষ্টকর। অবসর গ্রহণের পর একজন শিক্ষক কিংবা কর্মচারীকে সরকারি পাওনা টাকা পেতে অনেক দেরি ও ভোগান্তি পোহাতে হয়। অনুদানের এই নগদ অর্থ অবসর গ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের সহায়ক হিসেবে কাজ করবে। এমন দৃষ্টান্ত সারাদেশের শিক্ষক সমাজের মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই সবার প্রত্যাশা।

জাগরণ/আরকে