• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ১২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২২, ১২:১৭ পিএম

সেনবাগে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সেনবাগে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মাদক কারবারি ইয়াছিনকে তার সহযোগীসহ গ্রেফতার করেছে। 

এসময় পুলিশ ইয়াছিনের নিকট থেকে ৫২ পিস ও সহযোগী মো: আল আমিনের নিকট থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াছিন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির শায়েস্তানগর গ্রামের খোনার বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে ও আল আমিন একই গ্রামের সাহেব উল্লার ছেলে। 

শুক্রবার (২২ এপ্রিল) রাতে থানার এসআই বদরুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাদের গ্রেফতার করে। 

এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াছিনের বিরুদ্ধে মাদক ও চুরিসহ ৫টি মামলা রয়েছে।

জাগরণ/আরকে