• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৫:০৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২২, ০৫:০৫ পিএম

ভোলার দৌলতখানে চিংড়ির রেনু জব্দ 

ভোলার দৌলতখানে চিংড়ির রেনু জব্দ 

ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার টাকার চিংড়ি রেনু জব্দ করেছে।

শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহফুজুর হাসনাইন এ অভিযান পরিচালনা করেন। 

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার মেঘনা নদী থেকে ৭ ড্রাম ভর্তি চিংড়ি রেনু পোনা দুটি মাহিন্দ্র যোগে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। পরে রাত দশটার দিকে বাংলাবাজার এলাকা থেকে ৭ ড্রাম ভর্তি চিংড়ি রেনু জব্দ করা হয়। তবে মাহিন্দ্র চালক পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদারের নির্দেশে জব্দ করা চিংড়ি রেনু উপজেলা পুকুরে অবমুক্ত করা হয়েছে।

জাগরণ/আরকে