• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৩:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২২, ০৩:৫৫ পিএম

ঈদের আগেই  ঘর পাচ্ছেন ১২০ পরিবার

ঈদের আগেই  ঘর পাচ্ছেন ১২০ পরিবার

কলাপাড়া প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় পর্যায়ের ১২০ পরিবার পাচ্ছেন নতুন ঘর। ঈদের আগে মঙ্গলবার (২৬ এপ্রিল)  সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে এ ঘরের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ এপ্রিল) বেলা ১২টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং এ ঘর হস্তান্তরের তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

তিনি বলেন, তৃতীয় পর্যায়ে কলাপাড়া উপজেলায় ২০৩ পরিবার ঘর বরাদ্দ পাবেন। যার মধ্যে ১২০টি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যাদের ঘর বুঝিয়ে দেয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, দুই শতক জমির উপর অত্যাধুনিক এ ঘর নির্মাণ হচ্ছে। সেমিপাকা প্রতিটি ঘরে দুটি বেড রুম একটি রান্না ঘর, একটি বাথরুম ও বাড়ান্দা থাকবে। তবে খাস জমিতে ঘর তুলতে তাদের অনেক হয়রানীর শিকার হতে হয়েছে বলে জানান তিনি। 

প্রেসব্রিফিং এ কলাপাড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জাগরণ/আরকে