• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ১০:৫৪ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২২, ১০:৫৪ এএম

লামায় পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

লামায় পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

বান্দরবানে লামা উপজেলায় কোয়ারিতে পাথর চাপায় মোহাম্মদ ঈসা (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ইয়াংছা এলাকার কাঁঠাল ছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ ঈসা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দক্ষিণ কাকারার বাসিন্দা মৃত আহমদ নবীর ছেলে। 

সূত্র জানায়, প্রতিদিনের মত রবিবারও কাঁঠালছড়া পাড়া এলাকায় পাহাড় খুঁড়ে পাথর তুলতে যায় মোহাম্মদ ঈসাসহ আরো তিন শ্রমিক। এ সময় একটি বড় আকারের পাথর চাপা পড়লে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ ঈসা। 

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ৪ ঘন্টা পর রাত ৮টার দিকে শ্রমিকের মৃত্যুর ঘটনা জানাজানি হয়। এদিকে ঘটনা ধামাচাপা দিতে পাথর সিন্ডিকেটের লোকজন ঈসার লাশটি পাশের চকরিয়া উপজেলার দক্ষিণ কাকারায় নিয়ে যায়। তারা কাউকে না জানিয়ে লাশের দাফন করার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে গাড়ি চালক মন্নানসহ লাশটি আটক করে চকরিয়া থানা পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত ঈসার লাশ রাতেই তার বাড়িতে নেয়া হয়। ঈসার বাড়ি চকরিয়া থানার আওতাধীন হওয়ায় লাশের সুরতহাল ও ময়নাতদন্তের কাজ চকরিয়া থানা করছে। অপরদিকে ঘটনাস্থল লামা থানায় হওয়ায় আইনী প্রক্রিয়া (মামলা) লামা থানায় করা হয়েছে। 

জাগরণ/আরকে