• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০৩:৪০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২২, ০৩:৪০ পিএম

কমলগঞ্জে ঘর পেলেন ভূমিহীন ৫০ পরিবার

কমলগঞ্জে ঘর পেলেন ভূমিহীন ৫০ পরিবার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ উপহার প্রদান করেন। 

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সারাদেশে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেছেন।

এর মধ্যে  কমলগঞ্জ উপজেলায় ৫০ টি করে পরিবার পেয়েছে তাদের স্বপ্নের ঠিকানা। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন ৫০ পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। 

উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গৃহহীনদের যে সকল এলাকায় গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে, তার আশপাশে স্কুল, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, সুপেয় পানির ব্যবস্থাসহ সকল ধরনের সুযোগ-সুবিধা করে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক ঋণ দেয়া হবে বলেও জানান। প্রতিটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা। 

কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া আক্তার, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাগরণ/আরকে