• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০৪:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২২, ০৪:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর ঘরে ঈদ করবেন গোপালগঞ্জের ৬১২ পরিবার

প্রধানমন্ত্রীর ঘরে ঈদ করবেন গোপালগঞ্জের ৬১২ পরিবার

গোপালগঞ্জে চাল, ডাল, চিনি, সেমাই এর পরিবর্তে এবার ঈদে ভুমিহীনরা পেল ২ শতাংশ জমিসহ বসবাসের যাবতীয় সুযোগ-সুবিদা সমৃদ্ধ পাকা ঘর। তারা এখন একটি বাড়ির মালিক। দু’দিন আগেও যার থাকার মতো কোন জায়গা ছিলনা, ছিলনা মাথা গোজার ঠাঁই। রাতারাতি তারা এক একটি বাড়ির মালিক। এর চেয়ে আর আনন্দের আর কিছু হতে পারেনা বা চাওয়া-পাওয়ার আর কিছু থাকতে পারেনা ওইসব ভুমিহীন পরিবারে জন্য। 

প্রত্যাশার সবটুকু পেয়ে ভূমিহীনরা মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর অনেকে কেঁদে ফেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে গোপালগঞ্জের ৬১২ টি পরিবার দুই শতাংশ জমির মলিকানাসহ একটি করে সেমি পাকা ঘর পেয়েছেন। 

মঙ্গলবার সকাল ১১ টায় গোপালগঞ্জ পৌরপার্কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ জেলার ৬১২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে জেলা প্রসাশক শাহিদা সুলতানার হাত থেকে জমির দলিল ও ঘরের চাবি বুঝে নেন এসব পরিবার।

এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক(সাবর্কি) মো: রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: ওসমান গনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলাউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

জাগরণ/আরকে