• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২২, ০৫:০৯ পিএম

গৌরনদীতে পাটচাষিদের প্রশিক্ষণ

গৌরনদীতে পাটচাষিদের প্রশিক্ষণ

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ" শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

বুধবার (২৭ এপ্রিল) সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান পাট উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বরিশাল বাসুদেব হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মামুনুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বরিশালের উপ-পরিচালক রমিযুর রহমান, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফাইয়াদ মুস্তাফা মুনমুন। ১৫০ জন পাটচাষী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

জাগরণ/আরকে