• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৭:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২২, ০৭:৫১ পিএম

৫০ বছর শেকলবন্দি গৌরনদীর আলমগীর

৫০ বছর শেকলবন্দি গৌরনদীর আলমগীর

গৌরনদী, বরিশাল, 

মানবতা সংজ্ঞায়ীত হয় মানুষ হওয়ার গুণ দিয়ে, মানুষ প্রকৃতির সুনির্দিষ্ট একটি বস্তু। যে কারণে মানুষ অন্য প্রাণিদের থেকে একটু আলাদা। সেই মনুষ্যত্বের সামনে, আটফুট লোহার শেকলে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত জঙ্গলে বন্দি গৌরনদী উপজেলার শরীফাবাদ গ্রামের আলমগীর পাইক। অর্ধাহারে-অনাহারে ঝড়, বৃষ্টি এমনকি প্রচন্ড শীতেও তাকে জঙ্গলের একটি গাব গাছের সাথে কয়েক টুকরা পলিথিনের মধ্যে কাটাতে হয়। এক দুই দিন নয় দীর্ঘ ৫০ বছরের নির্দয় বসতি আলমগীর পাইকের। তার একটাই অপরাধ সে পাগল! এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর কাছে মো. আলমগীর পাইকে শেকল থেকে মুক্ত করে সু-চিকিৎসা দেয়ার দাবি জানান।

রুপকথার গল্পকেও হার মানানো এই আলমগীর পাইক উপজেলার প্রত্যন্ত শরীফাবাদ গ্রামের মৃত আবদুর রব পাইকের পুত্র। ৬ ভাই ১ বোনের সংসারে আলমগীর পাইক তৃতীয়। কোন জাতীয় পরিচয়পত্র না থাকায় তার সঠিক বয়স জানা যায়নি। তবে স্বাধীনতা সংগ্রামের বছর আলমগীর পাইক স্থানীয় মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র ছিলেন। এবং ওই বছরই ঘুমের মধ্যে কোন খারাপ স্বপ্ন দেখে খুব কান্নাকাটি করার পর থেকে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এর ৬ মাস পর থেকে শেকলবন্দি জীবন আলমগীর পাইকের।

অনেক বড় সংসারে জন্ম নিয়েও আলমগীর পাইক এখন বড় অসহায়। যেই বাড়িতে জন্মেছেন সেই বাড়ির পাশের একটি বাগানের মধ্যে গাব গাছের সাথে লোহার শেকল দিয়ে বেধে রাখা হয়েছে তাকে। খাওয়া দাওয়া গোসল প্রকৃতির সব কাজ আট ফুট লোহার শেকলবন্দি থেকেই করতে হয়। তাকে দেকভাল করার মত কেউ নাই। আলমগীর পাইকের বড় ভাইয়ের দরিদ্র বিধবা স্ত্রী মুকুল বেগম (৬৫) কিছু খাওয়ার ব্যবস্থা করেন। 

২০ বছর আগে আলমগীরের বাবা মারা যান। ৭ বছর আগে মাও মারা গেছেন। এর পর থেকে তার বড় ভাইর বিধবা স্ত্রী ওনাকে দেখভাল করেন। কিছু খাবার দেন, সেও অতিদরিদ্র এবং বৃদ্ধ হয়ে গেছে।

আলমগীর পাইকের অন্য জীবিত ভাই-বোন দেশের বিভিন্ন এলাকায় ভালো থাকলেও আলমগীর পাইকের খবর নেয়না কেউ। গত বছর একজন এলাকাবাসী আলমগীর পাইকের এ করুন অবস্থা দেখে একটি তাবু কিনে দিয়েছেন। তার শরীরে এখন বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ওই বাড়ির গৃহবধু আমেনা বেগম (৪৫) বলেন, আমি আজ ত্রিশ বছর এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আলমগীর পাইককে এ ভাবেই শেকলবন্দি দেখি। আমরা শুনেছি, ভয়ঙ্কর কিছু স্বপ্নে দেখার পর থেকে সে পাগল হয়ে গেছেন। প্রতিবেশী এবং আলমগীরের নিকট আত্মীয় হালিমা বেগম (৬০) জানান, স্বাধীনতা যুদ্ধের বছর থেকেই এই অবস্থা। মাঝে মধ্যে আলমগীরকে ছেড়ে দেয়া হলে গ্রামের বিভিন্ন জনকে মারধর করত, এমনকি অনেক বাড়িতে ঢুকে ভাংচুরও করত। যে কারনে শেকল দিয়ে বেধে রাখা হয়েছে। এহনত বুড়া হয়ে গেছে। আমরা কি করমু মাঝে মধ্যে আসি দেখে যাই, খারাপ লাগে কিন্তু আমাগো কিছু করার নাই।

বর্তমানে আলমগীর পাইককে দেখভাল করা তার বড় ভাইর বিধবা স্ত্রী মুকুল বেগম (৬৫) জানান, মানবিক কারণে আমরা তাকে খাওয়ার ব্যবস্থা করি। তার বাবা মা থাকতে তারাই দেখভাল করছেন। ওনার বাবা মা মারা যাওয়ার পর আমার সাদ্য অনুযায়ী চেষ্টা করছি। আমি সরকারের কাছে আলমগীরের চিকিৎসার জন্য সাহায্য চাই।স্থানীয় ব্যবসায়ী সরদার বাবুল (৫৪) জানান, আমি ছোট বেলা থেকেই আলমগীর পাইকে এভাবে শেকলবন্দি দেখে আসছি। আসলে শুরু থেকেই আলমগীরের ভালো কোন চিকিৎসা হয় নাই। আলমগীর পাইক মাঝে মধ্যে কাছে আসলে বলে আমার শেকলটা খুলে দেও। আমাকে চিকিৎসা দেও। বর্তমানে ওনাকে সুচিকিৎসা দিলে, সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আমরা স্থানীয় সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর কাছে আলমগীরকে মুক্ত করাসহ তার সুচিকিৎসার জোড় দাবি জানাচ্ছি।গৌরনদী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত কুমার বালা বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি লোক পাঠিয়ে খবর নিব এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো।