• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০২২, ০৫:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০২২, ০৫:৫৭ পিএম

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, পুলিশের হাতে ধরা ২৫ শিক্ষার্থী

ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, পুলিশের হাতে ধরা ২৫ শিক্ষার্থী

ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় ২৫ ছাত্রী-ছাত্রীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জন ছাত্র ও ১১ জন ছাত্রী রয়েছেন।

রবিবার দুপুরে ফেনী শহরের মহিপাল বিজয় সিংহ দিঘীর পাড় থেকে তাদের আটক করা হয়। তবে মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল বিজয় সিংহ দিঘীর পাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ ছাত্রী-ছাত্রীকে আটক করা হয়। যদিও অভিভাবকদের খবর দিয়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, স্কুল-কলেজে ক্লাস না করে পার্কে ঘুরতে যান শিক্ষার্থীরা। অনেক সময় নোংরামিতেও জড়িয়ে পড়েন। মা-বাবারা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু স্কুল-কলেজে না গিয়ে তারা ভিন্ন স্থানে সময় কাটান। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হওয়া উচিত।